কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে অগ্নিকা-ে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে ভস্মীভূত হয়। শনিবার মধ্যরাতে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকা- ঘটে বলে স্থানীয়রা জানায়।
অগ্নিকা-ে তিনটি বসত ঘর সহ ৮টি ঘর পুড়ে যায়। গরু ব্যবসায়ী আবুর বাশারের ঘরে রাখা নগদ প্রায় ১১ লক্ষ টাকা, দুটি মোটর সাইকেল, কাপড় চোপড়, স্বর্ণালংকার, পাসপোর্ট, মূল্যবান কাগজপত্রাদি, আসবাবপত্র ইত্যাদি পুড়ে যায়। ৯৯৯ নম্বরে কল দিয়ে অগ্নিকা-ের ঘটনা জানালে ফায়ার সার্ভিসের লোকেরা প্রায় ঘণ্টাপর ঘটনাস্থলে পৌছে। ততক্ষণে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা সহ প্রায় ৪০ লক্ষ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করছে। ক্ষতিগ্রস্থরা হচ্ছে- আব্দুল মান্নান, আবুল বাশার, জাফর ও ফারুক।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ঘটনাস্থলে পৌছে ক্ষয়ক্ষতি পরিদর্শণ করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার