মো. রাছেল
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কচুয়া পৌরসভা নির্বাচনে প্রচারনা চালাচ্ছেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
শনিবার বিকালে পৌরসভার সম্মুখ স্থল থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজমুল আলম স্বপনের নৌকা মার্কার প্রচার ও গনসংযোগে নেমেছেন উপজেলা যুবলীগ। পৌরসভার সকল ওয়ার্ডে গিয়ে ভোটারদের কাছে গিয়ে তারা গনসংযোগ করছেন ।
গনসংযোগে অংশ নেন, উপজেলা যুবলীগের সভাপতি ও মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক এ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান (জালাল), সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল সালাম প্রধান, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন আহম্মেদ (সুবজ), বন পরিবেশ বিষয়ক সম্পাদক নিমাই সরকার, যুবলীগ সদস্য কামাল হোসেন, মো. হানু ও মঞ্জুর এলাহী মজুমদার, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সাম্স (মিঠু), উত্তর কচুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, কচুয়া সদর যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, গোহট ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক ওসমান গনি পলাশ, পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম (দিপু) সহ উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার